পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / snippets

বাংলাদেশ থেকে প্রায় দেড় কেজি সোনা পাচারের চেষ্টা বানচাল বিএসএফের, ধৃত অভিযুক্ত

BSF detained Smuggler
বাংলাদেশ থেকে প্রায় দেড় কেজি সোনা পাচারের চেষ্টা বানচাল বিএসএফের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2024, 2:30 PM IST

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তে এলাকায় কোটি টাকার বেশি সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের 102তম ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি ঘোজাডাঙায় ঘটনাটি ঘটে ৷ উদ্ধার হয় 1.4 কেজি সোনা ৷ যার বাজারমূল্য 1.12 কোটি টাকা ৷ ধরা হয় একজনকে ৷ একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বাংলাদেশের দিক থেকে এই পাচারের চেষ্টা চলছিল বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে ৷ জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানান, ব্যবসায় ক্ষতির জেরে তিনি ঋণের ফাঁদে পড়েছেন ৷ সেই ঋণের ফাঁদ থেকে বের হওয়ার জন্য তিনি সোনা পাচারের কাজে জড়িয়ে পড়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details