ETV Bharat / state

'দু-মুখো সাপ' সিপিএম, বিজেপি 'ভুঁইফোড় দল' ! লাল-গেরুয়া শিবিরকে আক্রমণ সায়ন্তিকার

কয়েকদিন আগে রাজ্যের বাম নেতৃত্বকে কাল কেউটে সাপের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ৷ এবার তাঁর পথেই হাঁটলেন দলের তারকা-বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ৷

TMC MLASAYANTIKA BANERJEE
তৃণমূলের তারকা-বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

সন্দেশখালি, 28 অক্টোবর: পার্থ ভৌমিকের পর এবার সিপিএমকে আক্রমণ করলেন বরানগরের তৃণমূলের তারকা-বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায় ৷ বাম নেতৃত্বকে দু'মুখো সাপের সঙ্গে তুলনা করলেন তিনি । শুধু সাপের সঙ্গে তুলনা করাই নয়, রাজ্যের বাম নেতৃত্বকে আক্রমণ করতে গিয়ে 'গিরগিটি'-র প্রসঙ্গও টেনে এনেছেন শাসকদলের এই বিধায়ক । তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পাল্টা সমালোচনায় মুখর হয়েছে সিপিএম নেতৃত্ব ।

সপ্তাহ খানেক আগে হাড়োয়ার কেমিয়া-খামারপাড়ায় দলের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে সিপিএমকে 'কাল কেউটে'র সঙ্গে তুলনা করেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক । তাঁর সেই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর বিতর্ক ৷ সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার পার্থর পথেই হাঁটলেন দলের বিধায়ক সায়ন্তিকাকে ।

একযোগে সিপিএম-বিজেপিকে আক্রমণ সায়ন্তিকার (ইটিভি ভারত)

রবিবার বিকেলে উত্তর 24 পরগনার সন্দেশখালির ধামাখালিতে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে । সেই অনুষ্ঠানে রাজ‍্যের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে উপস্থিত ছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক ৷ খাতায় কলমে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান হলেও শাহজাহানবিহীন এই কর্মসূচি পক্ষান্তরে শাসকদলের রাজনৈতিক প্রচারের মঞ্চ হয়ে উঠেছিল । সেই মঞ্চে দাঁড়িয়ে সায়ন্তিকা বলেন, "সিপিএম বলছিল, উৎসবে নাকি তাঁরা সামিল হবেন না । অথচ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মেলায় ঠিক তাঁরা স্টল বানিয়ে বসে পড়ে ৷ কৌটো নাচিয়ে নিজেদের রোজগারের রাস্তা বানিয়ে ফেলে । এদের দেখে দু'মুখো সাপও সিপিএমকে দেখে লজ্জা পাবে । এরা মানুষকে বিভ্রান্ত করছে । এদের মানুষ বিশ্বাস করবে ? এদের ভোট দেবে মানুষ ?"

এরপরই আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকেও আক্রমণ করেন তৃণমূলের এই তারকা-বিধায়ক ৷ তিনি বলেন, "আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার নিন্দা করার ভাষা নেই । নির্যাতিতা মেয়েটি বিচার পাক, তা আমরা সকলেই চাই । আজকে যাঁরা বলছেন পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয় । তাঁরা মনিপুরের ঘটনার সময় কেন কোনও প্রতিবাদ করেননি ? সমস্ত প্রতিবাদ বাংলার ক্ষেত্রে ! জিএসটি, নোটবন্দি এবং দ্রব্য মূল্যের বৃদ্ধি ঘটিয়ে আজ তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আঙুল তুলছেন ! দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের অবস্থার দিকে নজর দেওয়ার সময় নেই বিজেপি নামক ভুঁইফোড় দলের ।"

সায়ন্তিকা আরও বলেন, "এই বিজেপি নামক দলটি মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে । যাঁরা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাঁদের শিক্ষা দিতে জানে বাংলার মানুষ । বাংলার মাটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি । এখানে পরিযায়ী পাখি আসে । পরিযায়ী পাখি যায় ।কিন্তু, বাংলার মানুষ প্রতিবারের মতো 2026-এর বিধানসভা নির্বাচনেও নিজের মেয়েকেই চাইবে । 34 বছরে সিপিএম রাজত্বের দুঃসময় মানুষ এখনও ভোলেনি । এঁদের গিরগিটিও লাল সেলাম জানাবে !"

এদিকে, তৃণমূলের তারকা-বিধায়কের এই মন্তব্যের সমালোচনা করে পাল্টা জবাব দেন সিপিএমের জেলা নেতা আহমেদ আলি খান । তিনি বলেন, "যাঁর যেই রকম রুচি, সে সেই রকমই কথা বলবেন । এটা তৃণমূল দলে নতুন কিছু নয় । আসলে সবটাই দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে খুশি করার জন্য । তিনি খুশি হলেই রোজগার বাড়বে তৃণমূলের জনপ্রতিনিধিদের ।"

পড়ুন: 'সিপিএম কালকেউটের জাত, ওঁদের বিশ্বাস করবেন না', ফের স্বমহিমায় পার্থ ভৌমিক

সন্দেশখালি, 28 অক্টোবর: পার্থ ভৌমিকের পর এবার সিপিএমকে আক্রমণ করলেন বরানগরের তৃণমূলের তারকা-বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায় ৷ বাম নেতৃত্বকে দু'মুখো সাপের সঙ্গে তুলনা করলেন তিনি । শুধু সাপের সঙ্গে তুলনা করাই নয়, রাজ্যের বাম নেতৃত্বকে আক্রমণ করতে গিয়ে 'গিরগিটি'-র প্রসঙ্গও টেনে এনেছেন শাসকদলের এই বিধায়ক । তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পাল্টা সমালোচনায় মুখর হয়েছে সিপিএম নেতৃত্ব ।

সপ্তাহ খানেক আগে হাড়োয়ার কেমিয়া-খামারপাড়ায় দলের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে সিপিএমকে 'কাল কেউটে'র সঙ্গে তুলনা করেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক । তাঁর সেই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর বিতর্ক ৷ সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার পার্থর পথেই হাঁটলেন দলের বিধায়ক সায়ন্তিকাকে ।

একযোগে সিপিএম-বিজেপিকে আক্রমণ সায়ন্তিকার (ইটিভি ভারত)

রবিবার বিকেলে উত্তর 24 পরগনার সন্দেশখালির ধামাখালিতে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে । সেই অনুষ্ঠানে রাজ‍্যের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে উপস্থিত ছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক ৷ খাতায় কলমে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান হলেও শাহজাহানবিহীন এই কর্মসূচি পক্ষান্তরে শাসকদলের রাজনৈতিক প্রচারের মঞ্চ হয়ে উঠেছিল । সেই মঞ্চে দাঁড়িয়ে সায়ন্তিকা বলেন, "সিপিএম বলছিল, উৎসবে নাকি তাঁরা সামিল হবেন না । অথচ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মেলায় ঠিক তাঁরা স্টল বানিয়ে বসে পড়ে ৷ কৌটো নাচিয়ে নিজেদের রোজগারের রাস্তা বানিয়ে ফেলে । এদের দেখে দু'মুখো সাপও সিপিএমকে দেখে লজ্জা পাবে । এরা মানুষকে বিভ্রান্ত করছে । এদের মানুষ বিশ্বাস করবে ? এদের ভোট দেবে মানুষ ?"

এরপরই আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকেও আক্রমণ করেন তৃণমূলের এই তারকা-বিধায়ক ৷ তিনি বলেন, "আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার নিন্দা করার ভাষা নেই । নির্যাতিতা মেয়েটি বিচার পাক, তা আমরা সকলেই চাই । আজকে যাঁরা বলছেন পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয় । তাঁরা মনিপুরের ঘটনার সময় কেন কোনও প্রতিবাদ করেননি ? সমস্ত প্রতিবাদ বাংলার ক্ষেত্রে ! জিএসটি, নোটবন্দি এবং দ্রব্য মূল্যের বৃদ্ধি ঘটিয়ে আজ তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আঙুল তুলছেন ! দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের অবস্থার দিকে নজর দেওয়ার সময় নেই বিজেপি নামক ভুঁইফোড় দলের ।"

সায়ন্তিকা আরও বলেন, "এই বিজেপি নামক দলটি মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে । যাঁরা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাঁদের শিক্ষা দিতে জানে বাংলার মানুষ । বাংলার মাটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি । এখানে পরিযায়ী পাখি আসে । পরিযায়ী পাখি যায় ।কিন্তু, বাংলার মানুষ প্রতিবারের মতো 2026-এর বিধানসভা নির্বাচনেও নিজের মেয়েকেই চাইবে । 34 বছরে সিপিএম রাজত্বের দুঃসময় মানুষ এখনও ভোলেনি । এঁদের গিরগিটিও লাল সেলাম জানাবে !"

এদিকে, তৃণমূলের তারকা-বিধায়কের এই মন্তব্যের সমালোচনা করে পাল্টা জবাব দেন সিপিএমের জেলা নেতা আহমেদ আলি খান । তিনি বলেন, "যাঁর যেই রকম রুচি, সে সেই রকমই কথা বলবেন । এটা তৃণমূল দলে নতুন কিছু নয় । আসলে সবটাই দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে খুশি করার জন্য । তিনি খুশি হলেই রোজগার বাড়বে তৃণমূলের জনপ্রতিনিধিদের ।"

পড়ুন: 'সিপিএম কালকেউটের জাত, ওঁদের বিশ্বাস করবেন না', ফের স্বমহিমায় পার্থ ভৌমিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.