আর কবে মাথা তুলে দাঁড়াবে ? রাত দখলে আওয়াজ তুললেন মহিলারা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
Published : Sep 5, 2024, 10:36 AM IST
RG Kar Protest in Raiganj: আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের সুবিচারের দাবিতে আরও এক নিদ্রাহীন রাতের সাক্ষী থাকল রাজ্য ৷ ফের রাত দখলের কর্মসূচিতে মহিলারা ৷ তাঁদের সঙ্গে দিলেন পুরুষ থেকে শিশুরা ৷ প্রতিবাদ মিছিলে পা মেলালেন চিকিৎসক থেকে আমজনতাও ৷ এক কথায় বলা চলে, রাতের রাস্তায় জনতার আদালত বসল বুধবার ৷ রায়গঞ্জে বিভিন্ন বিপ্লবী গান গেয়ে, রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ জানালেন বাসিন্দারা ৷
বুধবার প্রথমে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে মহিলারা জমায়েতে করে একটি প্রতিবাদ মিছিল বের করেন ৷ সেই মিছিল রায়গঞ্জ শহর পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে শেষ হয় ৷ এরপর সেখানে অবস্থান বিক্ষোভে বসে পড়েন মহিলারা । অন্যদিক থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একটি মিছিল তাঁদের সঙ্গে অবস্থান বিক্ষোভে এসে যোগ দেয় । এই জুনিয়র ডাক্তারদের মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র ডাক্তাররাও। পাশাপাশি রাত ন'টা থেকে দশটা পর্যন্ত রায়গঞ্জের বেশিরভাগ ঘর ও রাস্তার আলো নিভিয়ে রাখা হয় ৷ মোমবাতি জ্বালিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদ জানান রায়গঞ্জবাসী ।