ভোটের দিনও গোষ্ঠীকোন্দল, তৃণমূল কাউন্সিলরকে রাস্তায় চড়-ঘুষি ওয়ার্ড সভাপতির!
Published : Nov 13, 2024, 8:52 PM IST
উপনির্বাচনের আবহে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব ! মেদিনীপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিরূপমা কোঙার শিট ও তাঁর স্বামী সুনীতি শিটকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তিওয়ারির বিরুদ্ধে। রাস্তায় মারধরে আহত কাউন্সিলর স্বামীকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করিয়ে পুলিশি ঘেরাটোপে তাঁকে হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। তবে মারধরের নির্দিষ্ট কারণ কী তা এখনও জানা যায়নি ।
এর পাশাপাশি মেদিনীপুর বিধানসভার শালবনির সাতপাটিতে আক্রান্ত হন বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। আহত অবস্থায় তাঁকেও নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডারা তাঁকে মারধর করে। পোলিং এজেন্ট বসাতে যাওয়াতেই তাঁকে আক্রান্ত হতে হয়েছে বলে দাবি বিজেপি নেতার।
অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বলেন, "বিজেপি বাইরে থেকে লোক এনেছে তাই ওরাই ওদের লোককে মেরেছে। এই ঘটনায় তৃণমূল দায়ী নয়।" অন্যদিকে, মেদিনীপুর কেন্দ্রের মির্জা বাজার জোড়া মসজিদ বুথে শাসকদলের পোলিং এজেন্টকে হেনস্থার অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ৷ ঘটনায় জওয়ানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রার্থী।