পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন সায়নী, যাচ্ছেন উত্তপ্ত ভাঙড়ে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 10:12 AM IST

Lok Sabha Elections 2024 Phase Seven: সপ্তম দফা নির্বাচনে বাংলার যাদবপুর-সহ 9টি কেন্দ্রে ভোট চলছে ৷ ভোট শুরু হওয়ার ঘণ্টা দু'য়েক পর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ শনিবার সকালে বাড়ির সামনের কালী মন্দিরে পুজো দিয়ে ভোটদান পর্ব সারেন জোড়াফুল শিবিরের প্রার্থী সায়নী ঘোষ। সত্তরঞ্জন খাস্তগীর প্রাথমিক বিদ্য়ালয়ে ভোটদানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি ৷ সেখানেই সায়নী জানান, এরপর তাঁর গন্তব্য ভাঙড়। 

উল্লেখ্য়, যেখানে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সায়নীকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কোথায় কোন সিপিএম বা বিজেপি কর্মীর জামার বোতাম ছিঁড়ে গেল তা না-দেখে তৃণমূল কংগ্রেসের উপরেও কী কী অন্যায় হচ্ছে তা নিয়েও খবর হোক।" তারঁ আরও সংযোজন, "তৃণমূল প্রায় জিতে গিয়েছে, তাই অশান্তি বাড়ছে। যাঁরা অশান্তি করছে তাদের আমি বলব এটা রাজনৈতিক লড়াই। মানুষে মানুষে হানাহানি না-করাই ভালো। লিডাররা লিডারের মতো আচরণ করুন।" উল্লেখ্য়, এই কেন্দ্রে লড়াইটা ত্রিমুখী ৷ তৃণমূলের হয়ে প্রচারে যেমন সাড়া ফেলেছেন সায়নী, তেমনই সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যও দাপিয়ে বেরিয়েছেন ৷ এই কেন্দ্রে পদ্মপ্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে আগামী 4 জুন ৷

ABOUT THE AUTHOR

...view details