পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভোট বড়ই বালাই! প্রচারে গিয়ে 'হাতা-খুন্তির খেল' তৃণমূল প্রার্থীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 10:30 PM IST

নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসংযোগের নানা উপায় বেছে নিয়েছেন প্রার্থীরা। কেউ ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে সংযোগ বাড়িয়ে প্রচার সারছেন ৷ আবার কেউ প্রচারে বেরিয়ে ঘুগনি খাচ্ছেন। কেউ আদিবাসী তালে কোমর দুলিয়ে সকলের নজর কাড়ছেন ৷ আসলে ভোটের লড়াই বড় বালাই ! এবার প্রচারে বেরিয়ে একেবারে ভোটদাতার হেঁশেলে ঢুকে দিব্য খুন্তি নাড়তে দেখা গেল আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগকে ৷ ঘরের মেয়ের মতোই সোজা গৃহস্থের মহিলার কাছ থেকে খুন্তি নিয়ে রান্না শুরু করেন মিতালি ৷ তিনি বলেন, "এত গরমের মধ্যে মানুষ বাইরে বেরিয়ে এসে প্রচার করেছে, ভালোবাসা জানাচ্ছে ৷ এর থেকেই বোঝা যায় শীত-গ্রীষ্ম-বর্ষা, তৃণমূলই ভরসা ৷" 

ষষ্ঠ দফায় ভোট হবে মেদিনীপুর লোকসভা-সহ ঘাটাল লোকসভার। তবে তার আগেই পঞ্চম দফায় ভোট অনুষ্ঠিত হবে আরামবাগ লোকসভার। এই আরামবাগ লোকসভার একটি বিধানসভার অংশ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনাতে। সেখানেই প্রচারের অন্যরকম পন্থা বেছে নেন প্রার্থী ৷ হেঁসেলে রান্নার অভ্যাস থেকেই প্রচারে বেরিয়েও মহিলা ভোটারদের সঙ্গে কথা বলতে বলতে সেই রান্নাঘরকেই নিজের প্রচারের অন্যতম জায়গা হিসাবে বেছে নিয়েছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ ৷

ABOUT THE AUTHOR

...view details