পশ্চিমবঙ্গ

west bengal

নিট দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ - NEET SCAM

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 4:01 PM IST

কেন্দ্রীয় শিক্ষার মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ (ইটিভি ভারত)

নিট দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেস ও ছাত্র পরিষদের সদস্যরা ৷ জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদে সরব হয় যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ ৷ একই সঙ্গে নিটের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয় ৷ পাশাপাশি নিট (NEET) পরীক্ষা বাতিল করে, পুনরায় পরীক্ষার ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে ছাত্র সংগঠনের পক্ষ থেকে। নিট দুর্নীিতে অভিযুক্তদের গ্রেফতার করে, তাদের কঠোর সাজার দাবিও জানানো হয়েছে কংগ্রেসের শাখা সংঠনের তরফে। জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি নব্যেন্দু মৌলিক বলেন, "নিট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে। যাঁরা আগামিদিনে আমাদের চিকিৎসা করবেন সেই সমস্ত চিকিৎসকদের ভর্তি পরীক্ষায় দুর্নীতি করা হয়েছে। কয়েক কোটি টাকার বিনিময়ে আসন কেনাবেচা হয়েছে। শুধু এই রাজ্য নয়, কেন্দ্রেও এইকম নিয়োগ দুর্নীতি রয়েছে। এত বড় দুর্নীতিতে যিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী জড়িত থাকার ঘটনা ঘটে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি ৷" এই দুর্নীতিতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানিয়েছেন তিনি ৷ 

ABOUT THE AUTHOR

...view details