ফেলনা জিনিস দিয়ে পরিবেশবান্ধব দুর্গা, তাক লাগাল অষ্টমের পড়ুয়া
Published : Oct 7, 2024, 6:09 PM IST
ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে দুর্গা বানিয়ে তাক লাগাল 13 বছরের বালক ৷ নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা রোড এলাকার একটি আবাসনে থাকে সংলাপ নাথ ৷ এর আগেও বাড়িতে পরিবেশবান্ধব জিনিস দিয়ে নানাবিধ জিনিস বানিয়েছে সে ৷ এবার একমাস সময়ে কাগজ, কাপড় ও বাতিল থার্মোকলের থালা দিয়ে দুর্গামূর্তি বানিয়েছে ৷ কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে সংলাপ ৷ এই বিষয়ে তার অঙ্কন শিক্ষক রাহুল কুন্ডু বলেন,"ও খুবই প্রতিভাবান একজন শিল্পী । সারাবছরই নানা রকম কাজ করে ৷ আমি চাই ওর প্রতিভা আরও বিকশিত হোক । এই ভাবেই ছোটোদের হাত ধরেই নানা সৃষ্টি ফুটে উঠুক ও পরিবেশ বান্ধব চিন্তাধারার ভাবনা আরও দৃঢ়তা পাক । খুদে শিল্পী সংলাপ জানায়, পরিবেশবান্ধব জিনিসের তৈরি এই প্রতিমা বাড়িতেই রাখা থাকবে ৷