শ্যামবাজারে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অবস্থান - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
Published : Sep 10, 2024, 7:48 PM IST
RG Kar Protest in Kolkata: আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে উত্তাল রাজ্য ৷ অবস্থান বিক্ষোভ জারি রয়েছে শ্যামবাজারেও ৷ এসএফআই, ডিওয়াইএফআই ও এআইডিডব্লুএ'র তরফে চলছে এই প্রতিবাদ কর্মসূচি ৷ শুরু হয়েছে গত 3 অগস্ট থেকে ৷ মঙ্গলবার অষ্টমতম দিনেও জারি আন্দোলন ৷ যত দিন যাচ্ছে বিচারের দাবি আরও জোরালো হচ্ছে ৷ স্লোগান উঠছে, নাটক ছাড়ো বিচার করো ৷
ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্যের কথায়, মুখ্যমন্ত্রী এই আন্দোলনকে বন্ধ করতে পারবেন না ৷ আরও প্রতিবাদের বহর বাড়বে ৷ দুর্গাপুজো আসছে বলে প্রতিবাদের ঝাঁঝ থিতিয়ে যাবে না ৷ যতদিন না দোষীরা শাস্তি পাবে সুবিচারের দাবিতে এই আন্দোলন চলবে ৷ মহিলা আন্দোলনকারীরা জানান, সন্তানদের রক্ষায় তাঁরা এই বিক্ষোভে যোগ দিয়েছেন । আজ একজন মহিলা চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটেছে ৷ আগামিকাল এটি অন্য কারও সঙ্গে ঘটতে পারে ৷ তাই সকলে এই প্রতিবাদে রাস্তায় নেমেছেন । সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁরা । এবারে কেউ উৎসবে যোগ দেবে না ৷ সকলে উৎসবের দিনগুলোতেও প্রতিবাদ করবে ৷