পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'সংখ্যালঘু ভোটের কথা ভেবে সোহমের পাশে নেই তাঁর দল' বিস্ফোরক রুদ্রনীল - newtown slap case - NEWTOWN SLAP CASE

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 2:29 PM IST

নিউটাউনে রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় অভিযুক্ত বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছেন তাঁর দলও ৷ পাশে নেই দেব, শতাব্দী রায় থেকে শুরু করে মদন মিত্র। সোহমের ঘটনায় শাসকদলকে একহাত নিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । এই ঘটনা প্রসঙ্গেই তিনি বলেন, "সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বাক্সের কথা মাথায় রেখে তৃণমূল প্রকাশ্য়ে সোহমের নিন্দা করেছে ৷ যদিও সোহম খুবই পরোপকারী এবং মিশুকে ৷ সোহম এই ধরনের আচরণ করতে পারেন, তা মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর ৷ কিন্তু যে কাজ সোহম করেছে তা অত্যন্ত নিন্দনীয়। তবে, এই দলে শুধু সোহম নয়, বাকিরাও এই পথের পথিক। আমরা জানি অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, শওকত মোল্লা সকলকেই এই ধরেনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা গিয়েছে । যদিও ঘটনার পর সোহম ক্ষমা চেয়েছেন । এটাই আমি চেয়েছিলাম, সোহম যেন অনুতপ্ত হয় এবং ক্ষমা চায় ৷ সোহম সেটা করেছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details