পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল, জলপাইগুড়ি থেকে দেখুন সরাসরি... - bharat jodo nyay yatra

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 2:52 PM IST

Updated : Jan 28, 2024, 4:21 PM IST

Rahul Gandhi Live: জলপাইগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধি। রবিবারের এই কর্মসূচির জন্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি রবিবার দুপর 2টো নাগাদ জলপাইগুড়িতে এসে পৌঁছন ৷ বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে সোজা চলে এসেছেন জলপাইগুড়িতে। পাহাড়পুর থেকে সড়কপথে কনভয় শহরে ঢুকছে। শহরের পিডব্লিউডি মোড় থেকে গাড়ি থেকে পায়ে হেঁটে পোস্ট অফিস মোড় হয়ে থানামোড় থেকে কদমতলাতে জনসংযোগ যাত্রা করবেন। সেখানে ভাষণ দেবেন তিনি। 

এরপর ফের গাড়িতে উঠে মাসকালাইবাড়ি আসামমোড় হয়ে 31 নম্বর জাতীয় সড়কে উঠে যাবেন। জাতীয় সড়ক ধরে ফুলবাড়ি হয়ে শিলিগুড়িতে যাবেন রাহুল গান্ধি। জলপাইগুড়ি, ময়নাগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের পাশে কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ধাবা নামেই পরিচিত খান্ডালা ধাবাতে দুপুরের আহার করার কথা রয়েছে রাহুল গান্ধির। জলপাইগুড়ি জেলায় রাহুলের আগমনকে কেন্দ্র করে তাঁর কাট-আউট ব্যানার ফ্লেক্স ও কংগ্রেসের পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। জলপাইগুড়ি থেকে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷  

Last Updated : Jan 28, 2024, 4:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details