অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ঝাড়গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, দেখুন ভি়ডিয়ো
Published : Jan 22, 2024, 3:14 PM IST
Procession in Jhargram: অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ঝাড়গ্রামে উৎসবের মেজাজ । সোমবার শ্রী শ্যাম সেবাসংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হল শহরে । শোভাযাত্রায় নজর কাড়ল রাম, লক্ষণ, সীতা ও হনুমানের বেশে সজ্জিত ছোটরা । পুরুষ ও মহিলা মিলে প্রায় কয়েকশোজন গেরুয়া পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এদিন ।
জানা গিয়েছে, সোমবার সারাদিন ধরে শ্রী শ্যাম সেবাসংঘের উদ্যোগে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঝাড়গ্রামে ৷ এদিন শহরের সার্কাস মাঠ সংলগ্ন এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় ৷ ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে লক্ষীনারায়ণ মন্দিরে গিয়ে শোভাযাত্রা শেষ হয় । লক্ষ্মীনারায়ণ মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে ৷ এছাড়াও বিশেষ ভোগেরও ব্যবস্থা করা হয়েছে শ্রী শ্যাম সেবাসংঘের পক্ষ থেকে ।
শ্রী শ্যাম সেবাসংঘের সদস্য লোকেশ আগরওয়াল জানান, দীর্ঘ সাড়ে পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মিত হয়েছে । আজ ভগবান শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা । যেখানে উপস্থিত আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন আজকের দিনে সকলে মিলে এই দিনটিকে উদযাপন করার জন্য । তাই তাঁরা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকের দিনের অনুষ্ঠান শুরু করলেও মহাযজ্ঞের পাশাপাশি সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে বলে তিনি জানান ৷ এছাড়াও ঝাড়গ্রাম শহরের শক্তিনগরে একটি হনুমান মন্দিরের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এ দিন ।