পশ্চিমবঙ্গ

west bengal

মারের পাল্টা মার! মারমুখী জনতার মুখে অসহায় পুলিশ - RG Kar Nabanna Abhijan

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 11:06 PM IST

মারমুখী জনতার মধ্যে অসহায় পুলিশ (ইটিভি ভারত)

নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া ব্রিজ-সহ সাঁতরাগাছি। শুরু থেকেই পুলিশ আন্দোলনকারীদের উপর বিনা প্ররোচনাতে লাঠি চার্জ থেকে শুরু করে জল কামান ছোড়ে বলে অভিযোগ। বাদ যায়নি কাঁদানে গ্যাসের শেলও। পুলিশের লাঠি চার্জে 24 থেকে 26 জন আন্দোলনকারী আহত হয়েছেন এমনটাই দাবি জানান যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্ব। যদিও এদিন দুপুর পেরোনোর মুখে হাওড়ার মল্লিক ফটকে ঘটল উল্টো চিত্র। 

মল্লিক ফটক থেকে লাঠি চার্জ করে হাওড়া ময়দান পর্যন্ত আন্দোলনকারীদের হঠিয়ে দেওয়ার পর পাল্টা তেড়ে আসেন আন্দোলনকারীরা। সেখানে পুলিশকে তাঁরা তাড়া করেন। আচমকা হামলাতে বিভ্রান্ত হয়ে পুলিশ আধিকারিকরা ছুটে পালাতে গিয়ে একজন পুলিশ আধিকারিক আন্দোলনকারীদের নাগালে চলে আসেন। রাস্তাতেই তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করেন পুলিশের ভূমিকাতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। এরপর অন্যান্যরা ছুটে এসে সেই পুলিশ আধিকারিককে ঘটনাস্থল থেকে কোনওক্রমে উদ্ধার করা সম্ভব হয়। 

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে 'ছাত্র সমাজে'র নবান্ন অভিযানে শধু হাওড়া নয় কলকাতাতেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঝরে রক্ত। ফেটে যায় মাথা। আগুনও জ্বলতে দেখা যায় ৷ পুলিশের তরফে আন্দোলনকারীদের লাঠিচার্জে পাল্টা, পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি করেন আন্দোলনকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details