আরজি কর-কাণ্ডে দুষ্টের বিনাশ হোক, বালুশিল্পে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা - Janmashtami 2024 - JANMASHTAMI 2024
Published : Aug 26, 2024, 2:38 PM IST
Sand Art of Krishna: জন্মাষ্টমীর দিন বালু ভাস্কর্যের মাধ্যমে কলকাতার আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানালেন শিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ শিল্পের মধ্যে দিয়ে তাঁর বার্তা 'কিল দ্য ইভিল' ৷ পাশাপাশি তিনি আরজি কর-কাণ্ডের দোষীদের শাস্তিরও দাবি জানিয়েছেন ৷ তাঁর শিল্পে শ্রীকৃষ্ণের কাছে বিচারের দাবিতে প্রার্থনা করছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ ৷
শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ ৷ এই দিনে দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী ৷ লাড্ডু থেকে তালের বড়ার ভোগ সহযোগে কৃষ্ণের মন জয় করার পালা চলছে ৷ বালু ভাস্কর্যের মাধ্যমে দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন ওড়িশার শিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ পুরীর সমুদ্র সৈকতে কৃষ্ণের শৈশবকে ফুটিয়ে তুললেন তিনি ৷ তাঁর বালু ভাস্কর্যে কৃষ্ণের বাম এবং ডান পাশে রয়েছে অনেক দইয়ের হাঁড়ি বা দহি হান্ডি ৷
বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক বলেন, "আমার বালুশিল্পের মাধ্যমে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি । নারীর প্রতি হিংসার ঘটনা বাড়ছে । আমরা আরজি করের ঘটনা দেখলাম ৷ তাই শিল্পের মাধ্যমে আমি দেখিয়েছি যে, সাধারণ মানুষ এবং ডাক্তাররা কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন ৷ কলকাতার ঘটনায় তাঁরা শ্রীকৃষ্ণের কাছে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন ৷ যেভাবে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন সেভাবে দুষ্ট ব্যক্তিদের বিনাশ হোক ৷ ভগবান শ্রীকৃষ্ণ সকলকে সুখ ও সমৃদ্ধি দান করুক ।"