তরুণী চিকিৎসকের খুনে সিবিআই তদন্তের দাবি বিরোধী দলনেতার - Suvendu Adhikari - SUVENDU ADHIKARI
Published : Aug 9, 2024, 11:05 PM IST
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে 'শারিরীক নির্যাতন' করে নৃশংসভাবে খুন করা হয়েছে', এমনটাই দাবি করে ওই ঘটনার সিবিআই তদন্ত দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রানিবাঁধের ঝিলিমিলিতে দলের এসটি মোর্চার তরফে আয়োজিত 'বিশ্ব আদিবাসী দিবসে'র অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন শুভেন্দু ৷ একই সঙ্গে তিনি জানান, রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশ দেবে না ৷ তাই প্রয়োজনে মৃতার পরিবারকে আদালতে যাওয়ার আবেদনও করেন তিনি । এক্ষেত্রে বিজেপির তরফে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান বিরোধী দলনেতা ।
একই সঙ্গে এদিন শুভেন্দু অধিকারী নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "উনি জঙ্গল মহলকে ধ্বংস করতে এসেছেন। জঙ্গল মহলের বাসিন্দা নন এমন 255 জনকে পাট্টা দেওয়া হয়েছে।" সেই তালিকা তিনি দিতে পারেন বলেও জানান। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন তিনি। স্বভাবসিদ্ধভঙ্গিতে 'ভাইপো' সম্বোধন করে শুভেন্দু অধিকারী বলেন, "বান্দোয়ানের ক্র্যাশারগুলো থেকে পুলিশ সুপারের মাধ্যমে প্রতি মাসে 50 লক্ষ টাকা যায়। বাঁকুড়ার বৈধ-অবৈধ বালি খাদানগুলি থেকেও 5 লক্ষ টাকা যায়। একই ঘটনা ঝাড়গ্রামের মোরামের ক্ষেত্রেও।" এভাবেই জঙ্গলমহলকে ধ্বংস করা হচ্ছে বলে তিনি দাবি করেন।