পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

প্রতিমা বিসর্জনে এসে নদীতে তলিয়ে মৃত 1, আরও একজনের খোঁজে চলছে তল্লাশি

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

বালুরঘাটের আত্রেয়ী নদীর কংগ্রেস ঘাটে প্রতিমা বিসর্জন দিতে এসে তলিয়ে গেলেন তিন জন। তাঁদের মধ্য়ে দু'জনকে জীবিত উদ্ধার করা গেলেও, পরে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয় ৷ বর্তমানে এখনও একজন নিখোঁজ রয়েছেন ৷ স্পিডবোট নামিয়ে তল্লাশি চালাচ্ছে প্রশাসন ও বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শ্যামল দত্ত (65)। মৃত ব্যক্তির বাড়ি বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায়। নিখোঁজ ব্যক্তির নাম অংশুমান নন্দী (35)। তাঁর বাড়ি বালুরঘাটের পাওয়ার হাউস এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর তিনটে নাগাদ বালুরঘাট শহরের খাদিমপুর কাঠালপাড়া এলাকার দত্ত বাড়ির দুর্গাপ্রতিমা নিরঞ্জন দিতে নিয়ে যাওয়া হয় ৷ প্রতিমা নিরঞ্জনের পর কাঠামো জল থেকে বেরিয়ে থাকায় সেই কাঠামো ঠেলে নদীগর্ভে দিতে যাওয়ার সময় বিপত্তি ঘটে। 

তিনজনের মধ্যে এলাকার লোকজন উদ্ধার করেন দুই ব্যক্তিকে। তার মধ্যে বছর পঁয়ষট্টির শ্যামল দত্ত অসুস্থ থাকায় তাঁকে বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ সন্ধে 7টা পর্যন্ত খোঁজাখুঁজির পর পুলিশ প্রশাসন তল্লাশি বন্ধ রাখে ৷ সকাল হতেই ফের শুরু হয় তল্লাশি অভিযান ৷ শিলিগুড়ি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি আনা হয়েছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details