পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'চালচিত্র এখন'-এর চিত্রনাট্য তৈরির কথা জানালেন অঞ্জন-পুত্র নীল, সঙ্গী কে? - Chalchitra Ekhon - CHALCHITRA EKHON

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 5:10 PM IST

Updated : May 12, 2024, 5:16 PM IST

'চালচিত্র এখন' ছবির প্রযোজনা এবং গানের দায়িত্বে আছেন অঞ্জন পুত্র নীল দত্ত । এই ছবিতে অঞ্জন দত্তর ছায়ায় তৈরি চরিত্র রঞ্জন দত্তের ভূমিকায় আছেন শাওন চক্রবর্তী । এঁরা দুজন মিলে লিখতে শুরু করেছেন নতুন সিনেমার চিত্রনাট্য । ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় প্রথম এ কথা তাঁরা সামনে আনলেন । অঞ্জন দত্তের মতো হয়ে ওঠা, তাঁর সঙ্গে কাজ, তাঁর কাছে বকুনি সবকিছুই আড্ডায় খোলসা করলেন শাওন চক্রবর্তী । ও দিকে, নীল দত্ত'ও জানালেন, শাওনকে নিজের বাবার ছায়ায় তৈরি চরিত্রে দেখে কেমন লাগল তাঁর । একইসঙ্গে শ্যুটিঙের সময়ের নানা মজার কথাও ভাগ করে  নিলেন তাঁরা ।

উল্লেখ্য, মৃণাল সেনের 'চালচিত্র' নির্মাণের নেপথ্যের গল্প আসছে এই ফিল্মে । নির্মাণে মৃণাল সেনের স্নেহধন্য অভিনেতা অঞ্জন দত্ত । তিনি এই ছবির নাম রেখেছেন 'চালচিত্র এখন'। পরিচালক অঞ্জন বলেন, "আমি যেভাবে ওঁকে দেখেছি সেটা অন্যকে বুঝিয়ে করানো শক্ত ছিল । তাই নিজেই করতে চেয়েছিলাম । তাতে কাজটা অনেক সহজ হয়েছিল। আমি মৃণাল দা'র মুখে কখনও বিরক্তি দেখিনি । কারও নিন্দা করতেন না ।"

14 মে মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন অঞ্জন দত্ত । তারই ফলস্বরূপ 'চালচিত্র এখন' মুক্তি পাচ্ছে 10 মে । 

Last Updated : May 12, 2024, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details