সেঞ্চুরি করেও চোদ্দ ম্যাচ বাইরে কেন, ধোনির সঙ্গে দেখা হলে জানতে চান মনোজ - বিরাট কোহলি
Published : Feb 18, 2024, 6:58 PM IST
|Updated : Feb 19, 2024, 5:23 PM IST
Manoj Tiwary: "বিরাট কোহলি, রোহিত শর্মার মতো আমার মধ্যেও হিরো হওয়ার ক্ষমতা ছিল। কিন্তু হতে পারিনি। আজ যখন টিভিতে দেখি অনেকেই বেশি সুযোগ পাচ্ছে তখন একটা দুঃখ তো হয়ই," বিদায় বেলায় নিজের কেরিয়ারের সারসংক্ষেপ করতে বসে আক্ষেপ মনোজ তিওয়ারির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। ম্যাচের সেরা হয়েছিলেন। সালটা ছিল 2011 সালের ডিসেম্বর মাস। সেই ইনিংসের পর চোদ্দটি ম্যাচ বাইরে থাকতে হয়েছিল মনোজকে। কেন বাইরে রাখা হয়েছিল তা নিয়ে সুযোগ পেলে মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করতে চান বঙ্গ ক্রিকেটের কিংবদন্তি।
সতীর্থদের উষ্ণ বিদায় সংবর্ধনা এবং পরিচিত জনদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন। চিরকালই আবেগপ্রবণ মনোজ তিওয়ারি জানালেন, এই আবেগের বন্যায় তিনি কতক্ষণ চোখের জল সামলাতে পারেন, সেটাই দেখার। বিদায়বেলায় সোনার ব্যাট তুলে দিয়ে স্মরণীয় করার ব্যবস্থা করা হয়েছে। একবছর আগে অবসরের কথা ঘোষণা করলেও স্ত্রী সুস্মিতার অনুরোধে তা প্রত্যাহার করেন। নিজের ক্রিকেট জীবনের এই যাত্রাপথে স্ত্রী'র অবদানের কথা জানাচ্ছেন মনোজ। আপাতত ক্রিকেট থেকে বিদায় নিয়ে পরিবারকে সময় দিতে চান।
পরিবারের সাহায্যের কথা কৃতজ্ঞতার কথা বারবার মনোজের মুখে। তাঁর বেড়ে ওঠার পেছনে মা, বাবার অবদানের কথাও শোনা গেল। কুড়ি বছরের ক্রিকেট জীবনে রঞ্জি ট্রফি জয় অধরা রয়ে গেল। মনোজ বলছেন তা নিয়ে আক্ষেপ রয়েছে। তবে সুযোগ পেলে কোচের চেয়ারে বসে সেই স্বপ্নপূরণ করতে চান।