রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচারে মমতা, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 18, 2024, 12:39 PM IST
|Updated : Apr 18, 2024, 1:10 PM IST
Mamata Banerjee LIVE: কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই তাঁর সঙ্গে ঘোর বিবাদ তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়া আগরওয়ালের ৷ কৃষ্ণের জয় নিশ্চিত করতে কানাইয়াকে নাকি সেভাবে ময়দানেও দেখা যাচ্ছে না ৷ রায়গঞ্জের অলিগলিতে কান পাতলেই তা শোনা যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইসলামপুর স্টেডিয়ামে নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটের মুখে দলের সুপ্রিমো এই জেলায় তাঁর দুই সেনাপতিকে কী বার্তা দেন, তাদের বিরোধ প্রসঙ্গে কোনও কথা বলেন কি না, সেদিকেই তাকিয়ে সকলে ৷ সভা ময়দানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ সকাল থেকেই তৃণমূল কর্মী-সমর্থকরা ভিড় জমিয়েছেন সভাস্থলে ৷ নেত্রীর বক্তব্য শুনতে অপেক্ষায় তাঁরা ৷
Last Updated : Apr 18, 2024, 1:10 PM IST