ভোটের ফল প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024
Published : Jun 4, 2024, 6:08 PM IST
|Updated : Jun 4, 2024, 6:56 PM IST
Mamata Banerjee Live: একুশের বিধানসভা নির্বাচনের পর 2024-এর লোকসভা নির্বাচনেও রাজ্যে অভাবনীয় ফল তৃণমূল কংগ্রেসের। এখনও পর্যন্ত জয় এবং এগিয়ে থাকা নিরিখে 29টি আসনে বিজেপি'কে পিছনে ফেলেছে রাজ্যের শাসক দল। সারাদিন নিজের কালীঘাটের বাড়িতে বসে পরিস্থিতির উপর নজর রেখেছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধীরে ধীরে ছবি পরিষ্কার হওয়ার পর সাংবাদিক সম্মেলন করছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দুপুর নাগাদ তৃণমূল কর্মী-সমর্থকরা এদিন আগাম জয় উদযাপন করেছেন কালীঘাটে ৷ সবুজ আবির, শঙ্খ বাজিয়ে মেতে ওঠেন তাঁরা ৷ এদিকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাত লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন 'তৃণমূল সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : Jun 4, 2024, 6:56 PM IST