'পরীক্ষা পে চর্চা'য় মোদি, শিক্ষার্থীদের সঙ্গে চলছে প্রধানমন্ত্রীর কথোকথন; দেখুন সরাসরি
Published : Jan 29, 2024, 11:38 AM IST
|Updated : Jan 29, 2024, 1:10 PM IST
PM Modi Live: দুয়ারে কড়া নাড়ছে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা। দম ফেলার এতটুকু সময় নেই পরীক্ষার্থীদের। এই আবহে চাপ কাটাতে পড়ুয়াদের কী টিপস দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল প্রধানমন্ত্রী মন কি বাতে দেশজুড়ে পরীক্ষার্থীদের আহ্বান জানিয়ে ছিলেন আজকের পরীক্ষা পে চর্চার অনুষ্ঠানে সামিল হতে ৷ সেমতো সোমবার এগারোটার পরই শুরু হয়েছে 'পরীক্ষা পে চর্চা'র অনুষ্ঠান ৷ আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছে অসংখ্য পরীক্ষার্থী ৷ দেড়ঘণ্টার পরীক্ষা পে চর্চা-য় প্রধানমন্ত্রীকে প্রশ্নও করতে পারবে ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানে রয়েছেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও। প্রতিবারই বোর্ডের পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য থাকে মোদির এই টিপস-সেশন। ঠান্ডা মাথায় যে কোনও চ্যালেঞ্জ জয় করাই স্ট্র্যাটেজি তাঁর। সেই মন্ত্রই তিনি একাধিকবার দিয়ে এসেছেন পরীক্ষার্থীদের। দিল্লি থেকে মোদির পরীক্ষা পে চর্চা সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷