47 বছরে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো, জানালেন দীপাবলির শুভেচ্ছা
Published : Oct 30, 2024, 10:59 PM IST
প্রতিবছর বাড়িতে নিয়ম-নিষ্ঠাভরে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এবার কালীপুজোর আগেরদিন বুধবার সোশাল মিডিয়ায় পোস্ট করে বাড়ির পুজো নিয়ে লিখলেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ৷ এদিন মমতা বন্দ্য়োপাধ্যায় লিখেছেন, "আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক ৷ এই আমার প্রার্থনা। 1978 সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর পুজো 47 বছরে পা দিল। আমি যেন আজীবন এভাবেই মায়ের সেবা করতে পারি ৷ মায়ের চরণে এই কামনা আমার।"
এরই সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, "সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।" এর আগে সোমবার কালীপুজোর উদ্বোধনে জানবাজারে গিয়ে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, তিনি সকলকে নিয়ে চলতে ভালোবাসেন। সব ধর্মকে সমান গুরুত্ব দেন। কেউ কেউ এই ধর্মকে নিয়েই রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷