'এপার-ওপার নয়, একটাই বাংলা আমার'; ভূতপরীর আগমনের দিন আড্ডায় জয়া - জয়া আহসান
Published : Feb 9, 2024, 6:31 PM IST
Jaya Ahsan Interview: 9 ফেব্রুয়ারি দুই বাংলায় মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত দুটি ছবি । পশ্চিমবঙ্গে 'ভূতপরী' আর বাংলাদেশে 'পেয়ারার সুবাস'। 'ভূতপরী'তে বনলতার চরিত্রে রয়েছেন জয়া আহসান । সে মরে গিয়ে ভূত হয়ে গিয়েছে, আর ভূত হয়েও সে মরতে চায় কিন্তু মরতে পারছে না । এই সময় তাকে সাহায্য করে একটি বাচ্চা ছেলে । বাকিটা জানা যাবে ছবিটি দেখলে । তবে, এই ছবির গল্প, ছবির টিম এবং পরিচালনা নিয়ে খুবই খুশি জয়া আহসান । ইটিভি ভারতকে অভিনেত্রী বলেন, "আমি একটা বাংলাকেই চিনি এবং জানি । 'এপার ওপার' বলে কোনওদিনই দাগিয়ে দিই না । তবে হ্যাঁ, দুই বাংলার মানুষই আমাকে ভালোবাসে, এটা আমার পরম প্রাপ্তি । দুই বাংলার বাড়িতেই রয়েছে 'ঠাকুরমার ঝুলি'। দুই বাংলাতেই কাজ করি । কোনও আলাদা কিছু দেখি না দুই জায়গার মধ্যে ।"
2012 সাল থেকে ভারতীয় ছবিতে কাজ করছেন জয়া আহসান । 'আবর্ত', 'অর্ধাঙ্গিনী', 'রাজকাহিনি', 'রবিবার', 'দশম অবতার' - জয়ার এপার বাংলার উল্লেখযোগ্য সব কাজ । এবার আসছে 'ভূতপরী'। ছবি নিয়ে আশাবাদী জয়া । একইসঙ্গে 'পেয়ারার সুবাস' নিয়েও আশাবাদী তিনি । এই ছবির মুক্তির আগেই অকালপ্রয়াণ হয় ছবির নায়ক আহমেদ রুবেলের । জয়া বলেন, "আমি এখনও মেনে নিতে পারছি না রুবেলের চলে যাওয়া । অনেক বড় ক্ষতি হল ।"