পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দিল্লিতে ফের রেল দুর্ঘটনা, উলটে গেল মালবাহী ট্রেনের 8টি ওয়াগন - Goods train derails

By ANI

Published : Feb 17, 2024, 9:01 PM IST

Goods Train Derailed: দিল্লিতে ফের রেল দুর্ঘটনা ৷ 13 ফেব্রুয়ারি প্যাটেল নগর রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের পর শনিবার উলটে গেল একটি মালবাহী ট্রেনের 8টি ওয়াগন ৷ যদিও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই ৷ উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, প্যাটেল নগর-দয়াবস্তি বিভাগে জাখিরা উড়ালপুলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে সকাল 11টা 24 মিনিটে ৷ দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের 10টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলে সূত্রের খবর ৷ দুর্ঘটনার পরপর দমকলবাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় ৷

গত মঙ্গলবার, প্যাটেল নগর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা সিরসা এক্সপ্রেসের তিনটি বগির একটিতে আগুন ধরে যায় ৷ যদিও সেইসময় ফাঁকাই ছিল ট্রেনটি ৷ ওই ঘটনাতেও কোনও হতাহতের খবর মেলেনি ৷ শনিবারের দুর্ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বেলা 11টা 52 মিনিট নাগাদ জাখিরা উড়ালপুলের কাছে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷

ABOUT THE AUTHOR

...view details