আরজি কর কাণ্ডে সুপ্রিম শুনানির আগে হাওড়ার রাজপথে 25টি স্কুলের প্রাক্তনীরা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
Published : Sep 8, 2024, 9:09 PM IST
RG Kar Protest Rally in Howrah: সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানির আগের দিন হাওড়ায় মিছিল করল 25টি স্কুলের নবীন থেকে শুরু করে প্রবীণরা ৷ রবিবার বিকেলে মন্দিরতলা থেকে একটি মিছিল চ্যাটার্জি হাট মোড় হয়ে বেলে পোল মোড়ে আসে । আরও একটি মিছিল ডুমুরজলা থেকে বেলে পোল মোড়ে এসে মেশে। এরপর সম্মিলিত বড় মিছিলটি হাওড়া ময়দানের উদ্দেশ্যে রওনা দেয় ।
শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়, শিবপুর হিন্দু গার্লস হাই স্কুল, হাওড়া জেলা স্কুল, ব্যাটারা মধুসূদন পাল চৌধুরী ইনস্টিটিউশন, তারাসুন্দরী বালিকা বিদ্যালয়, শিবপুর বি ই কলেজ মডেল স্কুল, যোগেশ চন্দ্র বালিকা বিদ্যালয়, সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, বিবেকানন্দ ইনস্টিটিউশন-সহ শহরের সব নামী স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এই মিছিলে পা মেলান।
আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড, পোস্টার এবং ব্যানার লক্ষ্য করা যায় । তাঁরা স্লোগান দিতে থাকেন 'উই ওয়ান্ট জাস্টিস'। এই প্রাক্তনীরা দাবি করেন, সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক আদালত । না হলে এই আন্দোলন লাগাতার চলবে । এখন সোমবার এই মামলার শুনানিতে সিবিআই কী তথ্য সুপ্রিম কোর্ট-এর হাতে দেয়, আর তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী বলে সেই দিকে তাকিয়ে সকলেই ।