পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নিষেধেও কাজ হয়নি, জলদাপাড়ায় অবৈধ রিসর্ট ভেঙে গুঁড়িয়ে দিল বন দফতর - Illegal Resort Demolition - ILLEGAL RESORT DEMOLITION

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 8:27 PM IST

Illegal Resort at Jaldapara: জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন জঙ্গলের সীমানায় অবস্থিত অবৈধ রিসর্ট ভেঙে দিল বন দফতর ৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে চলছে অবৈধ নির্মাণ ও সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ শুক্রবার জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের এলাকায় চিলাপাতায় নবনির্মিত একটি রিসর্ট ভেঙে দেওয়া হল ৷ রিসর্টটির নাম চিলাপাতা ইকো হাট ৷ সংরক্ষিত বনাঞ্চলের জমিতে অবৈধভাবে রিসর্টটি নির্মাণ করা হচ্ছিল ৷ মালিকপক্ষকে বহুবার নির্মাণে নিষেধাজ্ঞার কথা জানানোর পরেও কাজ বন্ধ হচ্ছিল না ৷ তাই এদিন অভিযান চালিয়ে একাধিক আর্থ মুভার দিয়ে তা ভেঙে দেয় বন দফতর ৷

এই কাজে সহায়তার জন্য বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৷ ভাঙার পর রিসর্টের ধ্বংসাবশেষ সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ ও ভূমি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷ জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক প্রবীণ কাশোয়ান বলেন, "বন দফতরের সংরক্ষিত এলাকায় রিসর্ট বানানো হয়েছিল । আমরা বারবার বলার পরেও তারা শোনেনি ৷ তাই আজ রিসর্টটি ভেঙে দেওয়া হল ।"

ABOUT THE AUTHOR

...view details