পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পুজোতেও আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন জারি রাখার বার্তা মীনাক্ষীর - DYFI Protest - DYFI PROTEST

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 8:00 PM IST

DYFI Protest on RG Kar: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোতেও রাজপথে আন্দোলন জারি রাখতে চলেছে ডিওয়াইএফআই ৷ এমনটাই জানালেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ আরজি করের ঘটনা এবং দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার ধর্মতলায় জমায়েত করে ডিওয়াইএফআই ৷ প্রবল বৃষ্টি থাকলেও এই সমাবেশকে কেন্দ্র করে ডিওয়াইএফআই সমর্থকদের মধ্যে উৎসাহে কমতি ছিল না ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "আরজি করের ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা চলেছে । বিনীত গোয়েল ঘটনার সঙ্গে জড়িত ছিলেন ৷ তাঁকে শাস্তি না-দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ৷ যাঁরা আরজি করের ঘটনার প্রতিবাদ করছেন তাঁদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে ৷ এদের জনসমর্থন নেই । জুনিয়র ডাক্তারদের ভয় দেখানো হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নীরব কেন ? সরকার মানুষকে বিশেষ করে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ । পুজোর সময় আমাদের আন্দোলন জারি থাকবে ৷ আমরা রাজপথে নামব । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাঁর পুলিশ আমাদের আটকাতে পারবে না ৷" 

ABOUT THE AUTHOR

...view details