ডায়মন্ড হারবারে ধরনায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, দেখুন ভিডিয়ো - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024
Published : Jun 4, 2024, 12:13 PM IST
Lok Sabha Election Results 2024: গণনা শুরু হতেই বিক্ষোভ ডায়মন্ড হারবারের গণনা কেন্দ্রের সামনে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ধর্নায় বসলেন ৷ বিজেপির অভিযোগ, গণনা কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়েছে তৃণমূল। প্রথমে এই অভিযোগ তুলে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)-সহ তাঁর এজেন্টরা। এজেন্টদের নিয়ে গণনা কেন্দ্রের সামনে ধরনায় বসেন প্রার্থী। বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমকে বলেন, "তৃণমূলের দুষ্কৃতী গণনা কেন্দ্রের ভিতর ঢুকেছে। আমাদের এজেন্টদের বার করে দিয়েছে ৷ 2014 সাল থেকে তৃণমূল এই ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট করতে দেয়নি। ছাপ্পা দিয়ে জিতে আসছে। এবারেও ভোট করতে দেয়নি। আর এদিন গণনাকেন্দ্রেও গণ্ডগোল বাঁধাতে চাইছে ৷"
তাঁর অভিযোগ স্থানীয় প্রশাসন ও নির্বচন কমিশনের বিরুদ্ধে ৷ উল্লেখ্য এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতীক-উর-রহমান ৷ ত্রিমুখী লড়াইয়ে দিনশেষে এখন দেখার কে শেষ হাসি হেসে সংসদে পৌঁছন। ৷ নির্বাচনের দিনও ডায়মন্ড হারবার থেকে একাধিক গোলমালের খবর এসেছিল। উত্তেজনার সেই রেশ বজায় রইল গণনার দিনও।