পশ্চিমবঙ্গ

west bengal

রেমাল দুর্যোগে ভাঙল বাঁধ, বৃষ্টি মাথায় মেরামতিতে ব্যস্ত গ্রামবাসীরা - Cyclone Remal Impact

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 10:20 PM IST

রেমাল দুর্যোগে ভাঙল বাঁধ (নিজস্ব চিত্র)

তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল ৷ ঘূর্ণিঝড়ের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় ব্যাহত হয়েছে জনজীবন। রবিবার রাতে দক্ষিণ 24 পরগনার গোসাবার রাঙাবেলিয়াতে গোমর নদী বাঁধে বেশকিছু জায়গায় নামে ধস ৷ আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ৷ সোমবার সকাল থেকে সেই নদী বাঁধে প্লাস্টিক ও ত্রিপল দিয়ে অস্থায়ী বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন গ্রামবাসীরা ৷ ঘটনাস্থলে পৌঁছন গোসাবা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কৈলাশ বিশ্বাস ৷ নতুন করে জলস্তর বেড়ে নদী বাঁধ যাতে পুরোপুরি ভেঙে না যায়, সেই নিয়ে আতঙ্কিত গ্রামবাসীরা ৷ 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যজুড়ে প্রায় দেড় হাজারটি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে । এর মধ্যে দক্ষিণ 24 পরগনায় সবচেয় বেশি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে বলে খবর। রাজ্য সরকারের তরফ থেকে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার চেষ্টা হলেও যেহেতু এখনও বৃষ্টিপাত চলছে এই অবস্থায় তা সম্ভব হচ্ছে না । দক্ষিণ 24 পরগনার সুন্দরবন ব্লকে এক হাজারেরও বেশি কাঁচাবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে ।  

ABOUT THE AUTHOR

...view details