রবিবাসরীয় সকালে ব্যাট হাতে সৃজন ! প্রচারে মাঝে ক্রিকেট খেললেন যাদবপুরের বাম প্রার্থী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 19, 2024, 5:55 PM IST
Lok Sabha Poll 2024: হাতে আর দিন দশ-বারো সময় ৷ প্রচারে কোনও রকম খামতি রাখতে নারাজ বামেরা ৷ আগামী 1 জুন সপ্তম দফা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে ৷ প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা জোরকদমে প্রচার চালাচ্ছেন। রবিবাসরীয় সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ক্রিকেটের ব্যাট হাতে নেমে পড়লেন মল্লিকপুর এলাকায়। রবিবার বারুইপুর পশ্চিম বিধানসভার সিপিএম জেলা পার্টি অফিস থেকে টোটো ও বাইক করে ব়্য়ালি করে ভোটপ্রচার করেন তিনি।
সেখান থেকে সৃজন হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে ও মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এলাকায় তাঁর প্রচারপর্ব সারেন। বারুইপুর থেকে ভোটপ্রচার শুরু করে হরিহর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে মল্লিকপুর স্টেশন, গনিমা এলাকা, সুভাষগ্রাম পাঁচপোতা হয়ে প্রচার করেন সিপিএম প্রার্থী। মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে গনিমা এলাকার একটি মাঠে ছেলেরা ক্রিকেট খেলছিল। সেখানে সৃজন ব্যাট হাতে নেমে পড়েন ৷ হাঁকান চার-ছক্কা ৷ সিপিএমের তরুণ মুখ সৃজন এদিন বলেন, "মানুষ সিপিএমকেই ভোট দেবেন ৷" জেতার ব্যাপারে তিনি কিন্তু একশো শতাংশ আশাবাদী ৷ প্রথম দিন থেকে আজ পর্যন্ত মানুষের সাড়া পাচ্ছেন তিনি ৷ প্রসঙ্গত, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রয়েছেন সায়নী ঘোষ এবং বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শেষ মুহূর্তে সকলেই জোর কদমে প্রচার চালাচ্ছেন।