বামফ্রন্টের চতুর্থ প্রার্থীতালিকা প্রকাশ, দেখুন সরাসরি ... - Lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Mar 29, 2024, 7:26 PM IST
|Updated : Mar 29, 2024, 7:49 PM IST
চতুর্থ দফায় প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট । ইতিমধ্যে বেশ কয়েক দফায় বিভিন্ন শরিক দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক হয়ে গিয়েছে । আজ ফ্রন্টের বাকি আসন-সহ অন্যান্য বিষয় নিয়ে চলছে বৈঠক । এই বৈঠক শেষেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থী তালিকা ঘোষণা করবেন । এখনও বারাসত, বনগাঁ, বসিরহাট, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার-সহ বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি । এর মধ্যে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গেও আলোচনা হয়েছে । দীর্ঘ সময় নিলেও কোনও অবস্থান তারা স্পষ্ট না করাতে আজকের তালিকা তাদের যথেষ্ট চাপে রাখবে বলেই মনে করছে রাজনৈতিক মহল । সিপিএমের তরফে আইএসএফকে বলা হয়েছে যাতে দ্রুত তারা শ্রীরামপুর, মুর্শিদাবাদের মত কেন্দ্রে প্রার্থী পদ প্রত্যাহার করে নেয় । ডায়মন্ড হারবার নিয়ে অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে । এদিকে বামফ্রন্ট আরও দুটো আসন কংগ্রেসকে ছাড়তে পারে বলেই খবর ।
Last Updated : Mar 29, 2024, 7:49 PM IST