ফরাক্কার বল্লালপুরে শাহনাওয়াজের হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি... - CM Mamata Banerjee - CM MAMATA BANERJEE
Published : May 1, 2024, 3:08 PM IST
|Updated : May 1, 2024, 3:45 PM IST
বহরমপুরকে ভরকেন্দ্র করে চারদিন ধরে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার দু'টি জনসভার মধ্যে একটি মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুর মাঠে ৷ এখানে তিনি দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হানের হয়ে প্রচার করছেন ৷ মালদা দক্ষিণ কেন্দ্রটি বরাবরই কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি ৷ এবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী, বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ তাঁর হয়ে প্রচারে এসেছিলেন স্বয়ং অমিত শাহ ৷মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা দু'টি দক্ষিণ মালদার লোকসভার অন্তর্গত ৷ এই দুই বিধানসভা তৃণমূলের দখলে রয়েছে ৷ এদিকে সামশেরগঞ্জের মানুষের মধ্যে গঙ্গা ভাঙন নিয়ে চরম অসন্তোষ রয়েছে ৷ তৃণমূল সমর্থকরা অপেক্ষায় রয়েছেন, ভাঙন নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেন ৷ বল্লালপুরের সভা সেরে বড়ঞা গ্রামশালিকায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Last Updated : May 1, 2024, 3:45 PM IST