শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 14, 2024, 3:36 PM IST
|Updated : May 14, 2024, 4:03 PM IST
Mamata Banerjee Live: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্রীরামপুরে নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে জনসভা করছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো শহর ৷ 2009, 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা আসন থেকে জয় ছিনিয়ে সাংসদ হন কল্যাণ ৷ এই নির্বাচনে ফের তাঁর উপরেই ভরসা রেখেছে দল ৷ অন্যদিকে, তাঁকে হারাতে বিপক্ষে কবীর শঙ্কর বোসকে প্রার্থী করেছে বিজেপি ৷ দীপ্সিতা ধরকে প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট ৷ কয়েকদিন আগেই হাওড়া জগৎবল্লভপুরে কল্যাণের হয়ে প্রচার করেছেন মুখ্যমন্ত্রী । ফের শ্রীরামপুরে এলেন তিনি । তৃণমূল সুপ্রিমো সম্প্রতি জানিয়েছিলেন লোকসভায় তৃণমূলের অন্যতম মুখ কল্যাণ । কেন্দ্রের শাসকদলকে নাস্তানাবুদ করতে একাই কাফি এই তৃণমূলের বরিষ্ঠ নেতা । তাই রচনা বন্দ্যোপাধ্যায়ের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভা থেকে বিপুল ভোটে জয় লাভ করাতে চাইছে তৃণমূল ।
Last Updated : May 14, 2024, 4:03 PM IST