পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'তোমাদের কন্ট্রোল নেই', দলের কর্মীদের আচরণে ক্ষুব্ধ মীনাক্ষী - Minakshi Mukherjee - MINAKSHI MUKHERJEE

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 9:08 PM IST

Updated : Sep 6, 2024, 9:47 PM IST

Minakshi Mukherjee at Howrah: সিপিএমের যুব সংগঠনের ডাকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে অভিযানকে ঘিরে চরম বিশৃঙ্খলা ৷ শুক্রবার নির্ধারিত সময় মতোই বঙ্কিম সেতুর নীচে মিছিলের পথ আটকাতে ব্যারিকেড তৈরি করেছিল হাওড়া সিটি পুলিশ । ব্যারিকেড ভেঙে এগোতে ব্যর্থ হয়ে বাম যুব-কর্মীরা সেখানেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন ।

তারই মধ্যে বিক্ষোভে উপস্থিত কিছু পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। ঘটনায় বিরক্তি প্রকাশ করে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে দলের কর্মীর উদ্দেশ্যেই বলতে শোনা যায়, 'তোমাদের কন্ট্রোল নেই'। মীনাক্ষী আরও জানান, তাঁরা হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে এসে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন । পুলিশ রাস্তা আটকে দিয়েছে। এভাবে আন্দোলন থামানো যাবে না।  আরজি কর কাণ্ড ও হাওড়া হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির প্রতিবাদে সিপিএমের যুব সংগঠনের ডাকে ছিল এই অভিযান। নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় । এছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বাম নেত্রী কনিনীকা বোস-সহ অন্যরা ।

Last Updated : Sep 6, 2024, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details