পশ্চিমবঙ্গ

west bengal

রাত দখল কর্মসূচিতে বিজেপি, ধর্মতলা-ভিক্টোরিয়া মোড়ে জ্বলল শ'য়ে শ'য়ে মোমবাতি - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 5:29 PM IST

ধর্মতলা-ভিক্টোরিয়া মোড়ে জ্বলল শ'য়ে শ'য়ে মোমবাতি (ইটিভি ভারত)

RG Kar Protest: ধর্মতলা ও ভিক্টোরিয়া মোড় থেকে রাত দখল কর্মসূচিতে সমর্থন বিজেপির ৷ আরজি কর কাণ্ডের সঙ্গে জড়িত সবক'টি তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মর্মান্তিক ঘটনা ঘটে 8 অগস্ট মধ্যরাতে। এরপর বিচার চেয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে চারদিকে। প্রতিবাদ রাজ্যের বেড়া ডিঙিয়ে পৌঁছে যায় দেশে। দেশ থেকে পৌঁছে যায় সারা বিশ্বে। এরপর আসে 14 অগস্ট যেদিন মাঝরাতে 78তম ভারতবর্ষের স্বাধীনতা ঠিক আগের দিন রাতে সারা দেশ দেখেছিল এক অন্য বাংলাকে। যেদিন মধ্যরাতে মহিলা-পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নেমে পড়েছিলেন রাত দখলে। সেই রাত ছিল আরজিকরের নির্যাতিতার বিচারে ৷ 

আবারও ঠিক একইভাবে সেরকমই একটি রাত দখল দেখল দেশের মানুষ ৷ দিনটা 4 সেপ্টেম্বর। কারণ 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অতি প্রতীক্ষিত আরজি কর-কাণ্ডের শুনানি। তবে যেহেতু 5 সেপ্টেম্বর প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না তাই মামলার শুনানিও হবে না ৷ তাই প্রতিবাদে নামে বিজেপি ৷ ধর্মতলায় ওয়াই চ্যানেলে বিজেপির যে ধারণা মঞ্চ রয়েছে সেখান থেকে তারাও রাত দখলের সমর্থনে মঞ্চের আলো নিভিয়ে দেয়। এরপর ধর্মতলায় মানববন্ধন সৃষ্টি করে মোমবাতি, মাটির প্রদীপ, মশাল জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়। 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নেতা অমিতাভ চক্রবর্তী, নেত্রী অগ্নিমিত্রা পল, মধুসন্ধ্যা কর-সহ আরও অনেকেই ৷  অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার নেতৃত্বে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেও ঠিক একইভাবে রাত দখল করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি তথা চিকিৎসক ইন্দ্রনীল খাঁ।  

ABOUT THE AUTHOR

...view details