পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রবিবাসরীয় প্রচারে পুকুরে বীজ ছড়িয়ে কেন্দ্রে 'পদ্ম ফোটানোর সংকল্প' রথীন চক্রবর্তীর - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 8:31 PM IST

সূর্যের তাপ আর রাজনৈতিক উত্তাপ সব মিলিয়ে পারদ চড়ছে ৷ গণতন্ত্রের উৎসবের জয়ী হতে জোর কদমে প্রচার শুরু করেছেন সকল রাজনৈতিক পক্ষই ৷ তাপ প্রবাহের ইঙ্গিত থাকলেও একদিনও বাদ দিতে চান না প্রচার ৷ তবে ভোট যুদ্ধে জয়ী হতে প্রচারের সময়ে পুকুরে পদ্মের বীজ ছড়িয়ে নিজ কেন্দ্রে পদ্ম ফোটানোর অঙ্গীকার বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর ৷ রবিবার হাওড়ার 46 ওয়ার্ডের মৌরি গ্রাম, নেতাজী নগর, পুইল্যা, গড়পা এলাকায় প্রচার করেছেন ৷   

এদিন প্রচারে বেড়িয়েই রাস্তার একটি পুকুরে দু’ হাতে পদ্মের বীজ ছড়ান প্রার্থী রথীন চক্রবর্তী ৷ তারপরই বলেন, "আগামী দিনে চোর-সন্ত্রাস মুক্ত এবং মাতৃ শক্তি সুরক্ষিত করতে বাংলায় পদ্ম ফুটতে যাচ্ছে । সেই বাংলাকে আমরা দেখব তার জন্য এই পুকুরের মধ্যে পদ্মের বীজ দিলাম । অবশ্যই তা ফুটবে। এই পদ্মের ফুল আজ সারা ভারতবর্ষে বিকশিত । সারা বিশ্বে তার জায়গা করে নিয়েছে।" প্রার্থী রথীন চক্রবর্তীর কথায়, "প্রকৃতিতে কোনও জিনিসই অপ্রয়োজনীয় নয় । সব জিনিসেরই আলাদা গুরুত্ব আছে ।" নিজের নির্বাচনী ক্ষেত্রে পুকুরে পদ্মের বীজ ছড়িয়ে নিজের জয়কে সুনিশ্চিৎ বলেই দাবি করেন হাওড়ার প্রাক্তন মহা নাগরিক ও বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী। 

ABOUT THE AUTHOR

...view details