বাংলাদেশিদের ভোটার হিসাবে ব্যবহার করা হচ্ছে বাংলায়: দিলীপ ঘোষ - DILIP GHOSH ON ROHINGA ISSUE
Published : Jan 20, 2025, 7:30 PM IST
বনভোজনে এসে ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, "বাংলাদেশিদের ব্যবহার করা হচ্ছে ভোটার হিসেবে। একদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিদের তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গে নতুন করে প্রবেশ করছেন বাংলাদেশিরা। এটাই রাজ্য সরকারের রাজনীতি।"
সোমবার দুর্গাপুরের লাউ তোফা ফরিদপুর ব্লকের তিলাবনি জঙ্গলে দলের সক্রিয় কর্মীদেরকে সঙ্গে নিয়ে বনভোজন অনুষ্ঠানে হাজির হন দিলীপ ঘোষ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একগুচ্ছ কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গে ক্রমশই বাড়ছে বাংলাদেশিদের অনুপ্রবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের জালে ধরা পড়ছেন বাংলাদেশিরা। চলতি সপ্তাহের শনিবার সকালে শিয়ালদা স্টেশনে রেল পুলিশের হাতে গ্রেফতার হয় তিন রোহিঙ্গা। তাঁদের মধ্যে ছিল দু'জন নাবালিকা, এক যুবক। তাঁরা কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত যুবকই তাদের নিয়ে যাচ্ছিল। দুই নাবালিকাকে জম্মু-কাশ্মীরে পাচারের ছক ছিল বলেও অনুমান পুলিশের। বনভোজনে এসে এ বিষয় নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।
সম্প্রতি, বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বিভিন্ন সীমান্ত দিয়েই অনুপ্রবেশ ঘটছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। তাই সীমান্ত সুরক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে।