পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শ্রাবন্তীর বিপরীতে কাজ করা থেকে রাজনীতির খবর- অকপট অনন্যা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 2:27 PM IST

New Bengali Movie Promotion: রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। 23 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে এই ছবি ৷ গুরুত্বপূর্ণ তথা দ্বৈত চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ৷ অনান্য চরিত্রের মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ৷ গঙ্গাবক্ষে এদিন ছবির প্রোমোশনে তিনি সেই সব কিছু তুলে ধরলেন ইটিভি ভারতের ক্যামেরার সামনে ৷ ছবিতে তাঁর চরিত্রটি সাদা নাকি কালো? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, ছবিটাকে যতই 'সাদা রঙের পৃথিবী' বলা হোক না কেন, আসলে এর অন্দরে রয়েছে নিকষ কালো। আর তিনি বেনারসের একটি আশ্রমের কর্ত্রী। ব্যস এটুকুই। 

তাঁর চরিত্রটি নেগেটিভ নাকি পজিটিভ তা জানতে হলে ছবিটি দেখা ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন তিনি। বিধবা মহিলাদের নিয়ে এই ছবি। সমাজে আজও বিভিন্ন জায়গায় তাঁদের অবস্থান কোথায় তা উঠে আসবে ছবিতে। পাশাপাশি, মেয়েদের জন্য রয়েছে একগুচ্ছ আইন। তাঁদের জন্য বাসের সিট সংরক্ষণ থেকে ট্রেনের কামরা অবধি সংরক্ষিত থাকে। এই ব্যাপারে অনন্যা জানালেন নিজের দৃষ্টিভঙ্গির কথা। একইসঙ্গে উঠে এল আসন্ন লোকসভা ভোট থেকে সুপারস্টার তথা সাংসদ দেবের দল ছাড়া এবং ফিরে আসার কথাও। কী বলেছেন অভিনেত্রী, জানতে দেখুন ভিডিয়ো ৷

ABOUT THE AUTHOR

...view details