বাংলায় অনুপ্রবেশ ঠেকাতে পারে শুধু বিজেপি, রায়গঞ্জে দাবি অমিতের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 23, 2024, 11:08 PM IST
Amit Shah Campaigning in Bengal: "বাংলায় অনুপ্রবেশ করাচ্ছেন মমতা দিদি ৷ বিজেপি ক্ষমতায় এলে বাংলা অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত হবে ৷" মঙ্গলবার বাংলাদেশ সীমান্তঘেঁষা উত্তর দিনাজপুরে নির্বাচনী জনসভায় মমতাকে এই ভাষায় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রায়গঞ্জ কেন্দ্রের দলীয় প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে নির্বাচনী সভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বলেন, "বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দিতে আপনার সমস্যা কোথায় ?"
তাঁর আরও সংযোজন, "মানুষগুলোর কি বাংলায় কোনও অধিকার নেই ? আপনি অনুপ্রবেশ করাচ্ছেন, অনুপ্রবেশকারীদের এদেশে ঢোকাচ্ছেন ৷ আবার আপনিই শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিরোধিতা করছেন ৷ আমি বলছি, সিএএ এড়িয়ে যাওয়ার ক্ষমতা কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই ৷"
পাশাপাশি তিনি আরও বলেন, "রাজ্যে কাটমানি চলছে ৷ বিজেপি সেই কাটমানিকে শেষ করবে ৷ বাংলায় প্রবেশকারীদের আটকানো দরকার আছে নাকি সেটা আগে আপনারা বলেন? হাজার হাজার অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে। যেসব অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আটকাতে পারবে না, এদেরকে আটকাতে একজনই ৷ তিনি হলেন নরেন্দ্র মোদি।" এদিন সন্দেশখালি ভোটের জন্য মমতা দিদি গরিব অসহায় মা, বোনদের ওপর অত্যাচার চালিয়েছে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।