পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দুই মালদার প্রার্থীদের সমর্থনে রোড-শো অমিত শাহের, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 12:59 PM IST

Updated : Apr 23, 2024, 1:18 PM IST

দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে মালদা শহরে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এর আগে রবিবার তাঁর দার্জিলিংয়ে আসার কথা ছিল ৷ সেখানে প্রার্থী রাজু বিস্তার হয়ে প্রচারের কথা থাকলেও আবহাওয়ার কারণে তিনি আসতে পারেননি ৷ তবে ফোনে পাহাড়ে শাহি-বার্তা দেন বিজেপির শীর্ষ কর্তা ৷দক্ষিণ মালদা কেন্দ্রে বেলা এদিন বেলা 1টা নাগাদ তাঁর শো শুরু হয়েছে ৷ তবে পায়ে হেঁটে নয়, রথে চেপেই শো'য়ে অংশগ্রহণ করছেন তিনি ৷ 40 ডিগ্রি তাপমাত্রায় তাঁর শো শহরবাসীর মধ্যে কতটা প্রভাব ফেলে, তা দেখতে মুখিয়ে ছিল সবাই ৷ এই কেন্দ্রে শ্রীরূপার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হান ৷ শাহি-শো ঘিরে মঙ্গলবার সকাল থেকেই শহরজুড়ে পুলিশি তৎপরতা তুঙ্গে ৷ নিরাপত্তার দিকটি মাথায় রেখে শহরের কেন্দ্রস্থল ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র মূর্তি পর্যন্ত মাত্র এক কিলোমিটার শোয়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ৷
Last Updated : Apr 23, 2024, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details