বাম-কংগ্রসের আসন সমঝোতার পর সাংবাদিক সন্মেলনে অধীর-বিমান, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 21, 2024, 2:13 PM IST
|Updated : Apr 21, 2024, 2:46 PM IST
কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে অধীররঞ্জন চৌধুরী ও বিমান বসু। 2024 লোকসভা নির্বাচনে রাজ্যে বাম-কংগ্রেস আসন সমঝোতার পর এই প্ৰথম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী একসঙ্গে সাংবাদিক বৈঠক করছেন । সামগ্রিক ভাবে রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁরা তাঁদের বক্তব্য পেশ করছেন। একইভাবে, আসন সমঝোতা হলেও কংগ্রেস ও বামেদের অন্দরে যে রয়েছে সেই সমস্ত বিষয়েও আলোচনা করছেন এই দুই নেতা । গত শুক্রবার রাজ্যে শেষ হয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচন ৷ শনিবার রাতেই কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করছে কংগ্রেস ৷ প্রথম দফা ভোট গ্রহণের পর দেশের বিভিন্ন প্রান্তে যেসব ঘটনা ঘটছে তা নিয়েও মতামত জানাবেন তাঁরা।
Last Updated : Apr 21, 2024, 2:46 PM IST