রাজ্যে প্রথমবার বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারে অভিনেতা মিঠুন, দেখুন ভিডিয়ো - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 14, 2024, 8:30 PM IST
|Updated : Apr 14, 2024, 10:25 PM IST
আগামী শুক্রবার প্রথম দফার লোকসভা নির্বাচন ৷ নির্বাচনী যুদ্ধে জিততে ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা ৷ তবে ভোট ঘোষণার পর এই প্রথম কোনও রোড শো করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ রাজ্যে এই প্রথমবার নির্বাচনী প্রচার করলেন মিঠুন চক্রবর্তী । ময়নাগুড়িতে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী।
রবিবার মহাগুরুর রোড শো দেখতে উপচে পড়ে ভিড় ৷ আসন্ন লোকসবা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা:জয়ন্ত কুমার রায় ৷ তাঁর সমর্থনে এদিন ময়নাগুড়িতে রোড শো করেন মহাগুরু। স্থানীয় সুভাষনগর এলাকা থেকে রোড শো শুরু করে দুর্গাবাড়ি মোড় হয়ে কামারপাড়া সিনেমাহল মোড় এলাকায় যায় ৷ তারপর সেখান থেকে পুরাতন বাজার, ময়নাগুড়ি নতুন বাজার হয়ে বিবেকানন্দপল্লীতে গিয়ে শেষ হয় । এই রোড শো তে উপস্থিত ছিলেন প্রার্থী নিজেও ৷ এদিন ময়নাগুড়ির ফুটবল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করার কথা থাকলেও তা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ৷