রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দেখুন সরাসরি... - Abhishek Banerjee - ABHISHEK BANERJEE
Published : Apr 20, 2024, 2:43 PM IST
|Updated : Apr 20, 2024, 2:52 PM IST
সদ্য শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন ৷ এবার দ্বিতীয় দফার জন্য প্রচার শুরু তৃণমূলের 'সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার উত্তর দিনাজপুরের লোধনে রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভায় করছেন অভিষেক ৷ এদিন লোধনের সভা থেকে সমর্থকদের উদ্দেশে বার্তা দেন তিনি ৷ দু'দিন আগেই ইসলামপুর কোর্ট ময়দানে সভা করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়েপাধ্যায় ৷ সেখানেই মিঠুন চক্রবর্তীকে 'গদ্দর' বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ শুক্রবার বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে এই জেলারই কালিয়াগঞ্জে প্রচারে এসছিলেন মিঠুন চক্রবর্তী ৷ তারপর আজ অভিষেক সভা করছেন ৷ রাজনৈতিক উত্তাপ যে থাকবে তা বলার অপেক্ষা রাখে না ৷ সভা শেষে ইটাহারে রোড-শো করার কথা রয়েছে অভিষেকের ৷
Last Updated : Apr 20, 2024, 2:52 PM IST