শতাব্দী রায়ের সমর্থনে অভিষেকের ভার্চুয়াল সভা, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 9, 2024, 3:49 PM IST
|Updated : May 9, 2024, 4:39 PM IST
Abhishek Banerjee Live: বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সভা অভিষেকের ৷ রামপুরহাট বিধানসভার অন্তর্গত তিলাইয়ের বিনোদপুর মাঠে জনসভা করার কথা ছিল তৃণমূল 'সেনাপতি'র। তবে আবহাওয়ার কারণে সেখানে পৌঁছতে পারেননি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাই ভার্চুয়াল মাধ্যমে সভা করছেন। আগামী 13 মে চতুর্থ দফায় এই কেন্দ্রে নির্বাচন ৷ অনুব্রতহীন বীরভূমের দু'টি লোকসভা বোলপুর ও বীরভূম দখলে রাখতে মরিয়া তৃণমূল-কংগ্রেস। গত 6 মে বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়ের হয়ে প্রচার করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর আজ বীরভূম লোকসভা কেন্দ্রে জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে শতাব্দীর সমর্থনে খয়রাশোলে সভা করে গিয়েছেন তিনি ৷ লোকসভা ভোটের রণকৌশল স্থির করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় দলের কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করছেন ৷ রামপুরহাটের তিলাই থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : May 9, 2024, 4:39 PM IST