পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Aug 9, 2024, 7:18 PM IST

ETV Bharat / videos

80তম ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি পালন তমলুকে - Quit India Movement in Tamluk

প্রতি বছর 9 অগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপিত হয় ৷ দেশের স্বাধীনতার জন্য যে সংগ্রামীরা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় দেশজুড়ে ৷ এই আন্দোলনে শহিদ হয়েছিলেন অধুনা পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা ৷

এদিন জেলার তমলুকে পালিত হল ভারত ছাড়ো আন্দোলনের 80তম বর্ষপূর্তি অনুষ্ঠান ৷ প্রাচীনতম পুরসভা তাম্রলিপ্ত পৌরসভা থেকে মিছিল শুরু হয়ে তা শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এসে শেষ হয় ৷ শহিদ স্তম্ভের বেদিতে এবং শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানান তমলুকের তৃণমূল বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র ৷ উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় এবং তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া-সহ অন্য কাউন্সিলররা ৷

এদিন সৌমেন মহাপাত্র সাংবাদিকদের বলেন, "আজকের 9 অগস্ট বাপুজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন ৷ কিছু কুচক্রিরা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে এই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল ৷ আন্দোলন বন্ধ হয়নি ৷ বিশেষ করে 42-এ যে আন্দোলন শুরু হয়েছিল ৷ সেটা 44 সালে শেষ হয় ৷ এই আন্দোলনে 124 জন শহিদ হয়েছিলেন ৷ তাঁদের শ্রদ্ধা জানাতে আজ 9 অগস্ট দিনটি পালন করা হয় ৷"

ABOUT THE AUTHOR

...view details