পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জামাকাপড় মেলার তারে জড়িয়ে কোবরা, উঠোনে পড়ে ডিম! দেখুন হাড়হিম করা ভিডিয়ো - Cobra Rescue from House - COBRA RESCUE FROM HOUSE

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 7:16 PM IST

Cobra Found in House: গৃহস্থের বাড়িতে হঠাৎ শব্দ ৷ বাড়ির সদস্যরা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে দেখলেন জামাকাপড় মেলার তারে জড়িয়ে রয়েছে কালো কোবরা ৷ 4 ফুট লম্বা ওই সাদা-কালো রংয়ের কোবরাটিকে দেখার সঙ্গে সঙ্গে তাঁরা দু'টি ডিমও দেখতে পান ৷ সন্দেহ করেন ওই কোবরাটিই ডিম পেড়েছে ৷ রাজস্থানের কোটা শহরের আনালি রোজদি এলাকার সুরেন্দ্র কুমার মীনার বাড়িতে সাপটির দেখা মেলে ৷ বাড়ির সদস্যা মমতা বাই জানান, তাঁরা চারজন থাকেন। তিনি যখন বাসন ধুতে যাচ্ছিলেন, তখন তিনি শব্দ শুনতে পান ৷ দেখেন কাপড় শুকোতে দেওয়ার তারে ঝুলে রয়েছে কোবরাটি ৷ তাঁরা তড়িঘড়ি সর্প বিশেষজ্ঞকে খবর দেন ৷ 

সর্প বিশেষজ্ঞ গোবিন্দ শর্মা বাড়িতে এসে কোবরাটিকে উদ্ধার করতে যান । সঙ্গে সঙ্গে কোবরা ফণা উঁচিয়ে ধরে ৷ স্নেক ক্যাচার স্টিকটিকেই ছোবল মারে কোবরাটি ৷ পরে ধীরে ধীরে তিনি সাপটিকে ধরতে সক্ষম হন ৷ তিনি লোকালয়ের মধ্যে কিং কোবরার ঘোরাঘুরি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন ৷ গোবিন্দ শর্মা বলেন, "কোবরাটিকে জঙ্গলে ছেড়ে দেব ৷ ডিম দু'টি সাপের না পায়রার ৷" 

ABOUT THE AUTHOR

...view details