হায়দরাবাদ:ভিডিয়ো শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব ৷ বর্তমানে কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে আমজনতা সকলের মধ্যে ইউটিউব ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ৷ কোনওরকম প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিয়ো শেয়ার করা যায় ৷ সমস্যা হল ইউটিউবে ভিডিয়ো দেখার সময়ে বিজ্ঞাপন এসে গিয়ে সমস্যায় পড়েন দর্শকরা ৷ অনেকে বিরক্ত বোধ করেন ৷ বেশ কিছুদিন ধরে 'টাইম কাউন্টের' স্কিপ অপশনটি উধাও ৷
যাইহোক, Google-এর মালিকানাধীন ভিডিয়ো-শেয়ারিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনগুলি এড়িয়ে যাওয়াকে আরও কঠিন করে তুলেছে ৷ এই প্রসঙ্গেই অনেক ব্যবহারকারীর অভিযোগ, বিজ্ঞাপনের অংশগুলিকে তাঁরা চাইলেও এড়িয়ে যেতে পারেন না ৷ ভিডিয়োর চলাকালীন বিজ্ঞাপণ এলেও এড়িয়ে যাওয়ার কোনও অপশন থাকে না ৷ তবে সম্প্রতি ইউটিউবে বেশ কিছু সময়ে ভিডিয়ো থামানোর অপশন থাকে ৷ তবে সেটি এড়িয়ে যাওয়া বা স্কিপ করে যাওয়ার অপশন থাকে না ৷ তা নিয়ে অভিযোগ জানিয়েছেন ইউটিউবাররা ৷