হায়দরাবাদ:শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেল ৷ ক্রেতা টানতে বিভিন্ন সংস্থা তাদের পণ্যের উপর ছাড় দিচ্ছে ৷ সেই প্রতিযোগিতায় নামল চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি ৷ ব্ল্যাক ফ্রাইডে সেল ইভেন্টে স্মার্টফোন, স্মার্ট টিভি, ওয়্যারলেস ইয়ারবাড এবং স্মার্টহোম ডিভাইসগুলিতে 65 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থাটি ৷ নিউইয়ারের পার্টি উপলক্ষ্যে স্মার্টহোম ডিভাইস কিনতে চাইলে এখনই সেরা সময় ৷ সংস্থাটি কোনও কোনও ডিভাইসে অফার, ডিসকাউন্ট দিচ্ছে সেই সম্পর্কিত তথ্য রইল ৷ সঙ্গে ডিভাইস সম্পর্কিত তথ্য উল্লেখ করা হয়েছে ৷
স্মার্টফোনের ডিল: Redmi Note 13 Pro এবং Xiaomi 14 Civic-এর মতো জনপ্রিয় মডেলগুলি ব্ল্যাক ফ্রাইডে সেলে আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে ৷ Redmi Note 13 Pro মডেলে রয়েছে এক্সচেঞ্জ বোনাস ৷ সর্বোচ্চ 9 হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া দিচ্ছে সংস্থাটি ৷ এটি 19 হাজার 999 টাকা দাম থাকলেও অফারে কম দামে পাওয়া যাবে ৷ Xiaomi 14Civici-তেও একটি এক্সচেঞ্জ বোনাস এবং 15,000 টাকার উপর ডিসকাউন্ট রয়েছে ৷ এই ফোনের বেসিক দাম 39 হাজার 999 টাকা পর্যন্ত । Xiaomi এর ওয়েবসাইটে সমস্ত বিবরণ উল্লেখ করা হয়েছে।
Xiaomi স্মার্ট টিভি ডিল: Xiaomi-এর ব্ল্যাক ফ্রাইডে সেল তাদের স্মার্ট টিভিতেও ডিসকাউন্ট দিচ্ছে । Xiaomi Smart TV X Pro QLED Series 43-এর মডেলটি 21 হাজার টাকার ব্যাপক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ৷ আর Xiaomi Smart TV X Series 50 (2024 Edition) তে 21 হাজার 250 টাকায় পাওয়া যাচ্ছে ৷ এছাড়াও অন্যান্য ডিসকাউন্ট রয়েছে ৷