হায়দরাবাদ, 15 মার্চ:একটা সময় ছিল যখন মানুষ যন্ত্রকে চালিত করত ৷ কিন্তু বর্তমানে মানুষজন এতটাই যন্ত্র নির্ভর যে, সে নিজে যন্ত্র দ্বারা চালিত হয় ৷ সেই প্রভাব পড়েছে দৈনন্দিন জীবন যাত্রাতেও ৷ একটি সমীক্ষাতেই দেখা গিয়েছে, নাগরিকদের অটোমেটিক বা স্বয়ংক্রিয় গাড়ি কেনার প্রবণতা বাড়ছে ৷ বিশেষত, অটোমেটিক এবং ম্যানুয়াল দু’টি সুবিধা আছে একটি গাড়িতে সেইরকম গাড়ি কেনার প্রবণতা বাড়ছে ৷ যদিও ভারতীয়দের মধ্যে ম্যানুয়াল গাড়ি কেনার প্রবণতা বেশি ৷
কেন ভারতীয়রা স্বয়ংক্রিয় গাড়ির চেয়ে ম্যানুয়াল গাড়ি পছন্দের:সমীক্ষাতেই দেখা গিয়েছে অতিমারি কোভিড-19 এর সময় অনেক ক্রেতা অটোমেটিক এবং ম্যানুয়াল গাড়ি বেছে নিয়েছিলেন ৷ কোনও কোনও নাগরিক একটি গাড়িতে দু’টি সুবিধা আছ সেইরকম গাড়ি বেছে নিয়ে ছিলেন ৷ অটোমেটিক গাড়ি চালানো সহজ ৷ বিশেষত অতি ট্রাফিক আছে এইরকম রাস্তায় ঘন ঘন গিয়ার পরিবর্তন ও ক্ল্যাচ ব্যবহারের প্রয়োজন পড়ে না ৷ ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে এই দু’টি জিনিস চালককে সজাগ থেকে ব্যবহার করতে হয় ৷ তবে ভারতের অধিকাংশ নাগরিক ম্যনুয়াল গাড়ি কিনতে আগ্রহী ৷
দামের তারতম্য:দামের তারতম্য নির্ভর করে গাড়ি কেনার সময় ৷ বিশষজ্ঞদের কথায় বেশিরভাগ ভারতীয় ম্যানুয়াল গাড়ি পছন্দ করেন ৷ অটোমোটিক গাড়ির দাম বেশি ৷ সেই তুলনায় ম্যানুয়াল গাড়ির দাম অনেকটাই কম ৷ সমীক্ষা সংস্থা স্পিনি (Spinney) রিপোর্ট অনুয়ায়ী সাধারণত অটোমোটিক ও ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ির দাম ম্য়ানুয়াল গাড়ির থেকে 80 হাজার টাকা পর্যন্ত বেশি হয় ৷ সাশ্রয়ের দিতে নজর রেখে ভারতীয়রা অনেক সময় ম্যানুয়াল গাড়ি বেশি পছন্দ করেন ৷
বিমার খরচ:ভারতে অটোমেটিক গাড়ি বীমার খরচও বেশি ৷ যা কারণে অনেক ক্রেতাই ম্যানুয়াল গাড়ি কিনতে বেশি পছন্দ করেন ৷ অটোমেটিক গাড়ির খরচ অধিকাংশ ক্ষেত্রেই ম্যানুয়াল গাড়ির থেকে বেশি ৷ ফলে ভারতীয়দের মধ্যে ম্যানুয়াল গাড়ি কেনার প্রবণতা বেশি ৷