হায়দরাবাদ: হোয়াটসঅ্যাপ এখন আর শুধুমাত্র মেসেজ, কল বা ভিডিয়ো কলে সীমাবদ্ধ নয় ৷ ব্য়বহারকারীরা টাকাও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৷ একাধিক ফিচার যুক্ত হওয়ায় এই অ্যাপটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে ৷ ব্যবহারকারীদের জন্য প্রায়শই বিভিন্ন আপডেট আনছে হোয়াটঅ্যাপ ৷ এবার ভিডিয়ো কলিং-এর সময় AR (অগমেন্টেড রিয়েলিটি) ফিচার আনতে চলেছে মেসেজিং অ্যাপটি ৷
সর্বশেষ তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ভিডিয়ো কলকে আরও উন্নত করতে চলেছে ৷ ব্যবহারকারীদের সুবিধার্থে এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপ AR (অগমেন্টেড রিয়েলিটি) ফিচার আনার পরিকল্পনা নিয়েছে । এতদিন পর্যন্ত এই পদ্ধতি অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনের উপর পরীক্ষা চলছিল এবং এবার iOS ব্যবহারকারীরাও নতুন ফিচার হোয়াটসঅ্য়াপের সুবিধা উপভোগ করতে পারবেন ৷
WABetaInfo রিপোর্ট অনুসারে, এই বৈশিষ্ট্যটি ভিডিয়ো কলের সময়ে ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতার সন্মুখীন করবে ৷ হোয়াটসঅ্য়াপ কল হবে আরও আকর্ষক এবং মজাদার ৷ তথ্য অনুসারে, বর্তমানে কল এফেক্ট এবং ফিল্টারের জন্য এআর বৈশিষ্ট্যের সুবিধা বিটা ভার্সেনের হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীরা পেতেন ৷ এবার iOS-এ ব্যবহারকারীরাও এই ফিচারের সুবিধা পাবেন ৷ আগামী সপ্তাহ থেকেই এই নতুন ফিচারের সুবিধা পেতে পারেন ব্যবহারকারীরা ৷